আজ পরম গৌরব আর অহংকারের বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই ডিসেম্বরেই পূর্ণতা পেয়েছিল স্বাধীনতার জন্য বাঙালির দীর্ঘ সংগ্রাম। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাজিত হয় হানাদার পাকিস্তানি সামরিক বাহিনী এ মাসের মাঝামাঝি। বিশ্বের বুকে আবির্ভূত হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম জাতি-রাষ্ট্র। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব-আনন্দের বিশেষ আবহের মধ্য দিয়ে জাতি এবারের বিজয় দিবস পালন করতে যাচ্ছে।
স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। ৯ মাসের বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের প্রাণদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে বিজয়। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ১৬ ডিসেম্বর। আবার এই ডিসেম্বর মাসেই পাকিস্তানিরা তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনীর সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার নৃশংস যজ্ঞে মেতে উঠেছিল।
এই কারণে বাঙালি বিজয়ের মাসটি উদযাপন করে একই সঙ্গে আনন্দ ও বেদনায়।
Islam Shojol
Nahida alam mam is a very good person i have ever meet.
Md rabiul karim
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । ভারতের হাসপাতালে আপনাকে সবাই চিনে । আর এখানকার ডাক্তাররাও অনেক ভাল । দুয়া করি আল্লাহ্ আপনাদের সবাইকে ভাল ও সুস্থ্য রাখুক । আমি দেশে এসে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ ।
REPLAY:
Yes, brother you can contact Our phone number.
হাজী আব্দুল কাদের
ম্যাডাম আপনার সহযোগিতায় আমি ডাঃ দেবী শেঠির কে দেখাতে পেরেছি । আর আমার অপারেশন লাগবেনা বলেছে । আমি এখন ভাল আছি । কোন সমস্যা হলে আপনার মাধ্যমে ডাঃ দেবী শেঠির সাথে যোগাযোগ করতে বলেছেন । আপনাকে অনেক ধন্যবাদ । দু’আ করি আপনি ভাল থাকবেন ।
Rakibul Hasan Chowdhury
আপনাদের আন্তরিক সেবায় আমি ভারতে ভালভাবে চিকিৎসা করাতে পেরেছি । এখন সুস্থ্য আছি । আলহামদুলিল্লাহ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
জাহিরুল ইসলাম
আপনাকে অনেক ধন্যবাদ । আপনার সহযোগিতায় আমার ছেলের চিকিতসা খুব ভালভাবে ইন্ডিয়াতে গিয়ে করাতে পেরেছি । দুয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী ও সুস্থ্য রাখবেন ।
Monir khan
আসসালামুয়ালাইকুম ম্যাডাম কেমন আছেন ? আপনি যেভাবে বলছেন ওইভাবে ডাক্তার দেখিয়েছি ইন্ডিয়াতে অপারেশনের পর আমার মেয়েটা এখন আল্লাহর রহমতে ভাল আছে । দু'আ করি আল্লাহ্ আপনাকে সুস্থ্যতা এবং দীর্ঘায়ু দাম করুন ।
Williamzoots
Very Good site. Thanks for a better site, better information, better services.
Hasan Mahmud
ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । আমার মেয়ে আর আমার নাতনী দুইজনেই আলহামদুলিল্লাহ্ ভাল আছে । দুয়া করি আল্লাহ্ আপনাকে সবসময় ভাল রাখুক । আর দীর্ঘ হায়াত দান ক্রুক ।