সাত বছর আগে ৭ এপ্রিলকে ই-কমার্স দিবস হিসেবে ঘোষণা করে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় বানিজ্যিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তারই
সাত বছর আগে ৭ এপ্রিলকে ই-কমার্স দিবস হিসেবে ঘোষণা করে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় বানিজ্যিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তারই ধারাবাহিকতায় আজ সপ্তমবারের মতো পালিত হচ্ছে ‘ই-কমার্স দিবস’। দিবসটি ভার্চুয়ালি উদযাপন করছে সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো। ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল জানিয়েছেন, রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না।
এবারের দিবসটির প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে, ই-কমার্স শীর্ষে’। দিবসটিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী ভার্চুয়ালি উদযাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। পণ্য ও সেবায় রকমারি অফার দিয়ে ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠান দিনটি পালন করছে।
২০১৪ সালে ৬০টির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। ২০১৫ সালকে ই-কমার্স বছর এবং এপ্রিলকে ই-কমার্স মাস হিসেবে ঘোষণা করে সংস্থাটি। বর্তমানে ই-ক্যাবের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৭০০।
-সংগৃহীত ।
Islam Shojol
Nahida alam mam is a very good person i have ever meet.
Md rabiul karim
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । ভারতের হাসপাতালে আপনাকে সবাই চিনে । আর এখানকার ডাক্তাররাও অনেক ভাল । দুয়া করি আল্লাহ্ আপনাদের সবাইকে ভাল ও সুস্থ্য রাখুক । আমি দেশে এসে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ ।
REPLAY:
Yes, brother you can contact Our phone number.
হাজী আব্দুল কাদের
ম্যাডাম আপনার সহযোগিতায় আমি ডাঃ দেবী শেঠির কে দেখাতে পেরেছি । আর আমার অপারেশন লাগবেনা বলেছে । আমি এখন ভাল আছি । কোন সমস্যা হলে আপনার মাধ্যমে ডাঃ দেবী শেঠির সাথে যোগাযোগ করতে বলেছেন । আপনাকে অনেক ধন্যবাদ । দু’আ করি আপনি ভাল থাকবেন ।
Rakibul Hasan Chowdhury
আপনাদের আন্তরিক সেবায় আমি ভারতে ভালভাবে চিকিৎসা করাতে পেরেছি । এখন সুস্থ্য আছি । আলহামদুলিল্লাহ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
জাহিরুল ইসলাম
আপনাকে অনেক ধন্যবাদ । আপনার সহযোগিতায় আমার ছেলের চিকিতসা খুব ভালভাবে ইন্ডিয়াতে গিয়ে করাতে পেরেছি । দুয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী ও সুস্থ্য রাখবেন ।
Monir khan
আসসালামুয়ালাইকুম ম্যাডাম কেমন আছেন ? আপনি যেভাবে বলছেন ওইভাবে ডাক্তার দেখিয়েছি ইন্ডিয়াতে অপারেশনের পর আমার মেয়েটা এখন আল্লাহর রহমতে ভাল আছে । দু'আ করি আল্লাহ্ আপনাকে সুস্থ্যতা এবং দীর্ঘায়ু দাম করুন ।
Williamzoots
Very Good site. Thanks for a better site, better information, better services.
Hasan Mahmud
ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । আমার মেয়ে আর আমার নাতনী দুইজনেই আলহামদুলিল্লাহ্ ভাল আছে । দুয়া করি আল্লাহ্ আপনাকে সবসময় ভাল রাখুক । আর দীর্ঘ হায়াত দান ক্রুক ।