প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট উচ্চশিক্ষায় ফেলোশিপ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে। পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দিতে প্রধানমন্ত্রীর ফেলোশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে পিএইচডি ও মাস্টার্সে পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) থেকে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির শর্ত অনুসারে, বাংলাদেশের নাগরিক, যাঁরা এর আগে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, তাঁরাই ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর সরকারি সুবিধার আওতায় কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অ্যাডমিশন অফারে ভর্তির শেষ তারিখ এ বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে।
‘দ্য টাইম হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওভারঅল র্যাঙ্কিং ২০২২’ অনুযায়ী মাস্টার্স ডিগ্রির জন্য ১ থেকে ২০০ এবং পিএইচডির জন্য ১ থেকে ১০০-এর মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফার লেটার আনতে হবে।
Islam Shojol
Nahida alam mam is a very good person i have ever meet.
Md rabiul karim
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । ভারতের হাসপাতালে আপনাকে সবাই চিনে । আর এখানকার ডাক্তাররাও অনেক ভাল । দুয়া করি আল্লাহ্ আপনাদের সবাইকে ভাল ও সুস্থ্য রাখুক । আমি দেশে এসে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ ।
REPLAY:
Yes, brother you can contact Our phone number.
হাজী আব্দুল কাদের
ম্যাডাম আপনার সহযোগিতায় আমি ডাঃ দেবী শেঠির কে দেখাতে পেরেছি । আর আমার অপারেশন লাগবেনা বলেছে । আমি এখন ভাল আছি । কোন সমস্যা হলে আপনার মাধ্যমে ডাঃ দেবী শেঠির সাথে যোগাযোগ করতে বলেছেন । আপনাকে অনেক ধন্যবাদ । দু’আ করি আপনি ভাল থাকবেন ।
Rakibul Hasan Chowdhury
আপনাদের আন্তরিক সেবায় আমি ভারতে ভালভাবে চিকিৎসা করাতে পেরেছি । এখন সুস্থ্য আছি । আলহামদুলিল্লাহ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
জাহিরুল ইসলাম
আপনাকে অনেক ধন্যবাদ । আপনার সহযোগিতায় আমার ছেলের চিকিতসা খুব ভালভাবে ইন্ডিয়াতে গিয়ে করাতে পেরেছি । দুয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী ও সুস্থ্য রাখবেন ।
Monir khan
আসসালামুয়ালাইকুম ম্যাডাম কেমন আছেন ? আপনি যেভাবে বলছেন ওইভাবে ডাক্তার দেখিয়েছি ইন্ডিয়াতে অপারেশনের পর আমার মেয়েটা এখন আল্লাহর রহমতে ভাল আছে । দু'আ করি আল্লাহ্ আপনাকে সুস্থ্যতা এবং দীর্ঘায়ু দাম করুন ।
Williamzoots
Very Good site. Thanks for a better site, better information, better services.
Hasan Mahmud
ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য । আমার মেয়ে আর আমার নাতনী দুইজনেই আলহামদুলিল্লাহ্ ভাল আছে । দুয়া করি আল্লাহ্ আপনাকে সবসময় ভাল রাখুক । আর দীর্ঘ হায়াত দান ক্রুক ।