ভাবছি এক চিকুনগুনিয়ার এত শক্তি, আর মোটাগুনিয়া হলে না জানি কত শক্তি থাকবে…হে আল্লাহ্ নিয়তির এত বড় পরিহাস তা ও আমাদের সাথে.. খুজিয়া খুজিয়া মানুষকে ব্যথা দেয়া.. ভাল আছি বলেছি আজ অনেকদিন হয়ে গেল তথাপিও চিকনগুনিয়া খুরিয়া খুরিয়া কোথাও বেরাতে গেলোনা…!