হাঙরের প্রাণ যাবে করোনার টিকা তৈরিতে

আন্তর্জাতিক প্রবীণ দিবস
01/10/2020
আজ বিশ্ব প্রাণী দিবস
04/10/2020
Show all

হাঙরের প্রাণ যাবে করোনার টিকা তৈরিতে

সামুদ্রিক প্রাণী রক্ষাকারী সংগঠন ‘শার্ক অ্যালাইস’ এর মতে- মানুষের প্রাণ বাঁচাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে টিকা তৈরির গবেষণা চলছে এতে পাঁচ লাখ হাঙরকে প্রান দেয়া লাগতে পারে । কারন হিসেবে তারা জানিয়েছেন বেশির ভাগ ভ্যাকসিন বা টিকায় ‘অ্যাজুভ্যান্ট’ এর প্রয়োজন । এটি একটি ফার্মাকোলজিক্যাল এজেন্ট, যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি একটি ফার্মাকোলজিক্যাল এজেন্ট, যা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ উপাদানটি হাঙরের লিভারে থাকে। ভ্যাকসিনের দ্রুত ও কার্যকরী প্রভাব পেতে উপাদানটি জরুরি। অতএব ব্যাপক গবেষণা এবং টিকা তৈরির জন্য হাঙরের লিভার জরুরি হয়ে পড়েছে।

সব ভ্যাকসিনেই বিভিন্ন অ্যাজুভ্যান্ট ব্যবহার করা হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন তৈরিতে লাগে ‘স্কুইলিন অয়েল’। কভিড-১৯-এর প্রতিষেধক তৈরিতেও এটি ব্যবহার করা হচ্ছে। হাঙর ছাড়াও আরও বেশ কিছু প্রাণীর লিভারে থাকে এই তেল। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে হাঙরের লিভার অয়েলই নেওয়া হয়।

সামুদ্রিক প্রাণী রক্ষাকারী সংগঠন ‘শার্ক অ্যালাইস’ এর মতে, শুধু যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন তৈরি করতেই অন্তত ২১ হাজার হাঙরকে মারতে হবে। গাছ থেকেও ‘স্কুইলিন অয়েল’ পাওয়া যায়। আর তাই গাছ থেকে স্কুইলিন অয়েল সংগ্রহ করলে হাঙরকে আর মারতে হবে না । শার্ক অ্যালাইস-এর দাবি, হাঙর না মেরে যেন গাছ থেকে পাওয়া স্কুইলিন অয়েল ব্যবহার করা হয়। এতে পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হবে না। উপরন্তু সামুদ্রিক হাঙর ও বেঁচে যাবে বহুলাংশে ।

সংগৃহীত