বিশ্ব মান দিবস

“আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস”
13/10/2020
আজ বিশ্ব হাত ধোয়া দিবস
15/10/2020
Show all

বিশ্ব মান দিবস

প্রতি বছর ১৪ অক্টোবর তারিখে আন্তর্জাতিকভাবে উদযাপিত হয় “বিশ্ব মান দিবস”।

লন্ডনে  বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য ১৯৪৬ সালের ১৪ অক্টোবর তারিখে  একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত  মান নির্ধারক সংস্থার  বিষয়ে  ঐকমত্য পোষন  করেন  যা পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু করে।  ঐদিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস বৈশ্বিকভাবে পালন করা হয়। ১৯৭০ সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। প্রত্যেক বছরই দিবসের প্রতিপাদ্য বিষয় চলমান বিষয়াদিকে ঘিরে নির্ধারণ করা হয়।

পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অবদানের প্রতি সম্মান জানানোর জন্যই এই দিনটি পালন করা হয় । এই দিনটি মূলতঃ পণ্য-সেবা প্রভৃতির মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয়।