বিশ্ব নারী দিবসে আমার চাওয়া – নারী পুরুষের বৈষম্যহীন সমাজ

অনেক কিছুই যা থাকে চোখের আড়ালে
02/11/2019
মুজিব শত বার্ষিকী…
28/07/2020
Show all

বিশ্ব নারী দিবসে আমার চাওয়া – নারী পুরুষের বৈষম্যহীন সমাজ

বিশ্ব নারী দিবস নারী দিবসে সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকে। আমারও নিজস্ব মতামত আছে।

আমি নারী দিবস নিয়ে কথা বলার শুরুতেই স্বনামধন্য কিছু কোম্পানির বিজ্ঞাপন নিয়ে কথা বলবো যেখানে বিজ্ঞাপনের শুরুতেই মেয়ে বলে একজন মেয়ে বাচ্চাকে হেয় করে বলা হয় “তুমি তো মেয়ে হেরে গেলে কাঁদবা।

এভাবে ছোট থেকেই কি বাচ্চাদের মাঝে নারী-পুরুষ বৈষম্য সৃষ্টি করা হচ্ছে না? অন্য একটি নুডুলসের বিজ্ঞাপনে স্বামী-স্ত্রী দুজনই অফিস থেকে বাসায় ফেরে এবং স্বামী স্ত্রীকে বলে যে খুব ক্ষিদে পেয়েছে , কিছু একটা করে দিবে। স্ত্রী বলে দাড়াও দিচ্ছি । তখন স্বামী বলে দেরি করোনা কিন্তু?

অথচ তার সাথে তার স্ত্রীও অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে!!!! বিজ্ঞাপন দুটিতে মেয়েদেরকে উপস্থাপনের ক্ষেত্রে আরও চিন্তা ভাবনা করা উচিৎ ছিল। আসলে নারীদের সামনে এগিয়ে আনার জন্য পুরুষদেরই উচিৎ কার্যকর ভূমিকা পালন করা।

আল্লাহ তো মহাবিশ্বের অধীশ্বর । তিনি ইচ্ছা করলে নারীদের গর্ভে কন্যা সন্তান আর পুরুষের গর্ভে ছেলে সন্তান ধারন ক্ষমতা দিতে পারতেন তাহলে কেমন হত? তাহলে তো পৃথিবীর সৃষ্টি আর বেশিদূর আগাত না।

আল্লাহ মহান, সর্বজ্ঞানী, সব বিষয়েই পূর্ব থেকে জ্ঞাত। তাই পুরুষদের উচিৎ আল্লাহর শুকরিয়া আদায় করে নারীদের উপযুক্ত সম্মান ও সমান অধিকার দেয়া। পুরুষরা যদি সর্বক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সম্মান নিশ্চিত করতো তাহলে আজ নারী দিবসের পরিবর্তে মানব অধিকার দিবস পালিত হতো হয়তোবা। – নাহিদা আলম