বিশ্ব ট্রমা দিবস

মেডিক্যাল রিপোর্ট না থাকলেও সাক্ষ্য প্রমাণে সাজা পাবে ধর্ষক
15/10/2020
টমাস আলভা এডিসন আজকের এই দিনে মৃত্যুবরন করেন
18/10/2020
Show all

বিশ্ব ট্রমা দিবস

১৭ই অক্টোবর  বিশ্ব ট্রমা দিবস প্রতি বছর পালন করা হয়। শরীরে বা মনে সৃষ্ট কোন আঘাতকে ট্রমা  বোঝায় । হঠাৎ কোন শারীরিক ও মানসিক আঘাত পেলে মানুষ ট্রমায় যায়। বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা ও সেবায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়।

যেমন— আগুন লাগা, পথ দুর্ঘটনা, পুড়ে যাওয়া,  নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন, হিংস্রতা।  

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। উন্নয়নশীল দেশে ৫০ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।  যত মানুষ নিহত হয়, তার চেয়ে তিন গুণ বেশি মানুষকে পঙ্গুত্ববরণ করতে হয়। ১০ গুণ মানুষকে হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং ৩০ গুণ মানুষকে চিকিৎসা নিতে হয়।

আহত মানুষের সেবা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে। দুঃখের বিষয় হল কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেই সীমাবদ্ধ থাকে দিবসটি।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে সরকারি পর্যায়ে এখন পর্যন্ত দিবসটি পালন করা হয়নি।