“বাঘ বিধবা !!! বাঘও কি বিধবা হয় এ যেন এক বিস্ময়কর শব্দ”

“করোনার পরে আমরা কেমন আছি ?”
09/11/2021
“অহংকারের ডিসেম্বর”
01/12/2021
Show all

“বাঘ বিধবা !!! বাঘও কি বিধবা হয় এ যেন এক বিস্ময়কর শব্দ”

*** আগের মতো মাঘের ভয়াল শীত নেই, বন উজারে কমে গেছে সুন্দরবন সংলগ্ন জনবসতির আশেপাশে বাঘের আনাগোনা। তবে তাই বলে বাঘের শিকারে পরিণত হওয়া মানুষের স্ত্রীদের কপালে দুর্ভোগ কমেনি। মাছ, গোলপাতা, মধু বা কাঠ সংগ্রহে সুন্দরবনের ভেতরে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারানো পুরুষটিকে হারিয়ে এমনিতেই দিশেহারা জীবনযাপন করেন বিধবা নারীরা। তার ওপর আবার যোগ হয়েছে ‘অপয়া’ অপবাদ, স্থানীয়ভাবে তাদের নতুন পরিচিতি হচ্ছে “বাঘ বিধবা”। স্বামীদের বাঘের পেটে যাওয়ার পেছনে যেনো তারাই দায়ী, এমন ধারণার কারণে গ্রামের অন্যরাও সেভাবে মেশেন না তাদের সঙ্গে। তাই একপ্রকার সমাজচ্যুত জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এই স্বামী হারানো নারীরা। নিজেদের ভাগ্য পরিবর্তনে এখন সরকারের হস্তক্ষেপ চাইছেন তারা।

*** এই ‘বাঘ বিধবা’দের জীবন কাটছে দুর্বিসহ পরিবেশে। স্বামীকে হারিয়ে শিশু সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে হিমশিম খাচ্ছেন তারা। ডিঙ্গি নৌকায় নদীতে মাছ শিকার বা ঘেরে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতে হয় তাদের। এভাবে কষ্টকর জীবন-জীবিকার মাধ্যমে নিজেদের শিশু-সন্তানদের বড় করছেন। কিন্তু তাদের কষ্টের জীবনে কোনও পরিবর্তন আসছে না।

*** স্বামী বাঘের আক্রমণে নিহতের পর কুসংস্কারের প্রভাবে তাদের অলক্ষ্মী হিসেবে চিহ্নিত করা হয়। এ কারণে কোন মহিলা দ্বিতীয় বিয়েও করতে পারেন না। এই ধরনের ঘটনা খুলনা, সাতক্ষীরাসহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন জেলার, জেলেদের গ্রামগুলোতে ঘটে থাকে।

*** তবে সম্প্রতি এই নারীদের পাশে দাঁড়িয়েছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলেপমেন্ট (আইসিডি) নামের একটি স্বোচ্ছাসেবী সংগঠন। এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক জানান, বাঘ বিধবাদের জন্য কিছু করার চিন্তা থেকে কয়রাতে তিনি কার্যক্রম শুরু করেন। ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়াসহ সেলাই মেশিন সরবরাহ করেছেন।

*** সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. বশির আল মামুন বলেন, ‘বর্তমানে সুন্দরবনে বনজীবী প্রবেশে অনেক বিধি নিষেধ রয়েছে। ফলে বনজীবীরা চাইলেই জঙ্গলে প্রবেশ করতে পারছেন না। এর ফলে বনে এখন বাঘের আক্রমণের শিকার হওয়ার তেমন তথ্যও পাওয়া যায় না। সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি ও বাঘের অবাধ বিচরণ নিশ্চিতকরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সুন্দরবনে পর্যটক প্রবেশেও নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হচ্ছে।

-সংগৃহীত ।