*** নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিন্যু’র উদ্বোধন ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুপুর দেড়টায় এই নামফলক উম্মোচন করবেন সিটি কাউন্সিলম্যান জেমস এফ জিনারো। নিউইয়র্ক সিটিতে একটি বিশাল এবং চমৎকার কমিউনিটি গড়ে উঠেছে অভিবাসী বাংলাদেশীদের। এখানে বাস করছেন ৩ লাখের অধিক বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল সিটি নিউইয়র্ক। তন্মধ্যে বহুজাতিক এ নগরীরই শুধু নয় কুইন্স গোটা যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তম কাউন্টি। কুইন্সের ৪৭ শতাংশ বাসিন্দাই অভিবাসী। বাংলাদেশী অভিবাসীদের একটি বড় অংশের বসবাস কুইন্সের জ্যামাইকায়।
-সংগৃহীত ।