“করোনার পরে আমরা কেমন আছি ?”

Fazli mango gets GI recognition
23/10/2021
“বাঘ বিধবা !!! বাঘও কি বিধবা হয় এ যেন এক বিস্ময়কর শব্দ”
25/11/2021
Show all

“করোনার পরে আমরা কেমন আছি ?”

করোনায় মানুষ কত বাবা মাকে হারিয়েছেন তাদের কষ্টের হিসাব নিকাশ আমার জানা নেই । কিন্ত একবার আমাদের কথা ভেবে দেখুনতো… আমরা যারা বেঁচে আছি কিন্তু আসলেই ভাল আছি কি ??? যখন আমাদের দুজনেরই করোনা হয়েছিল … আমাদের সন্তানগণ বিদেশে … বিশ্বের নিয়ম অনুযায়ী আমার সন্তানেরা ইচ্ছা থাকা সত্ত্বেও তখন বাংলাদেশে আসতে পারে নাই… আমরা দুজনেই অনেক বয়স্ক… তার মাঝে আমার কতটা অপারেশন হয়েছে আর কতটা বাকী আছে তার হিসেব তো বাদই দিলাম… কয়টা ঔষধ প্রতিদিন খেতে হয় কাকে বলবো… আমাদের বয়সের জানা মোটামুটি ভাবে সবাই করোনায় আক্রান্ত ছিল… কি করে বলব আমাদের কষ্ট… আমাদের কাজের মানুষও ঠিকমত আসতোনা … হায়রে জীবন !!! কেও কি জানে কে কতটা সুখ ত্যাগ করে আজ আমরা এই বয়েসে বেঁচে আছি… তারপরেও আমিই হাসি নিজের জীবনের জন্য !!! আমার জীবনের কাছে প্রশ্ন এই বয়সে বেঁচে থাকা কিংবা আর কতদিন বাঁচব … আল্লাহ জানেন… পৃথিবীর বুকে আমাদের বেঁচে থাকার ভুমিকা কি ? আমরা ঊদ্দেশ্যহীন ভাবে অজানার পথে চলছি কি?

নাহিদা আলম ।