আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

Notice
10/10/2020
বিশ্ব দৃষ্টি দিবস
12/10/2020
Show all

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস । এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করে। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। সাধারণত লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। তাছাড়াও এই দিবসটির অন্যান্য উদ্দেশ্য হল আইনি সহায়তা ও ন্যায় অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, পরিপুষ্টি, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ।

প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারী অনুষ্ঠানে “কারণ আমি একজন মেয়ে”(Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের ধারণা জাগ্রত হয়েছিল ।

বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করার আন্দোলনের মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল  এই দিবসটির প্রতিষ্ঠিত করে । প্ল্যান ইন্টারন্যাশনাল এর কানাডার কর্মচারীরা এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়।

কানাডায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার মধ্যে । ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম “আন্তর্জাতিক কন্যা শিশু দিবস”  পালন করা হয়।