“অহংকারের ডিসেম্বর”

“বাঘ বিধবা !!! বাঘও কি বিধবা হয় এ যেন এক বিস্ময়কর শব্দ”
25/11/2021
“বলাবাহুল্য শুধু ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এই ধারনাটাই ভুল”
14/12/2021
Show all

“অহংকারের ডিসেম্বর”

আজ পরম গৌরব আর অহংকারের বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই ডিসেম্বরেই পূর্ণতা পেয়েছিল স্বাধীনতার জন্য বাঙালির দীর্ঘ সংগ্রাম। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাজিত হয় হানাদার পাকিস্তানি সামরিক বাহিনী এ মাসের মাঝামাঝি। বিশ্বের বুকে আবির্ভূত হয় বাংলাদেশ নামের একটি স্বাধীন-সার্বভৌম জাতি-রাষ্ট্র। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব-আনন্দের বিশেষ আবহের মধ্য দিয়ে জাতি এবারের বিজয় দিবস পালন করতে যাচ্ছে।

স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। ৯ মাসের বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের প্রাণদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে বিজয়। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ১৬ ডিসেম্বর। আবার এই ডিসেম্বর মাসেই পাকিস্তানিরা তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনীর সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার নৃশংস যজ্ঞে মেতে উঠেছিল।

এই কারণে বাঙালি বিজয়ের মাসটি উদযাপন করে একই সঙ্গে আনন্দ ও বেদনায়।